হাসনাইন আহমেদ হাওলাদার (ভোলা জেলা প্রতিনিধি)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিমের সদস্য, ভোলা জেলার সাবেক আমির ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে। ক্ষমতায় না থেকেও বিভিন্ন সময়ে দেশে সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রেখেছে জামায়াত।
তিনি জানান, মন্দির, গির্জাসহ নানা ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তায় জামায়াত-শিবির কর্মীরা দায়িত্ব পালন করেছে। বিভিন্ন প্রেক্ষাপটে অমুসলিম নারী-পুরুষের ঘরবাড়ি ও জানমালের সুরক্ষায় জামায়াতে ইসলামীর ভূমিকা বিরোধীদের কাছ থেকেও প্রশংসিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চরফ্যাশন পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পৃথক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মোস্তফা কামাল আরও বলেন,
“জামায়াতের কোনো নেতা-কর্মীর গায়ে দুর্নীতির দাগ নেই। আমাদের দুইজন মন্ত্রী ছিলেন, যারা দুর্নীতির বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। কিন্তু তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির প্রমাণও কেউ দিতে পারেনি। জামায়াত ক্ষমতায় এলে প্রতিটি নাগরিক ন্যায্য অধিকার পাবে ইনশাআল্লাহ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দাড়িপাল্লা মার্কায় ভোট দিন।”
সমাবেশে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড জামায়াতের আমির মাওলানা হাসনাইন আহমেদ ও ৩নং ওয়ার্ড সভাপতি গোলাম সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন—জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির ও পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী (আপিল বিভাগ) এডভোকেট পারভেজ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম ও পৌরসভা আমির অধ্যাপক মামুন আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান, মিডিয়া সম্পাদক অধ্যাপক রেজাউল হাসান এমরানসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ড সেক্রেটারি হাবিবুর রহমান ও ৩নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা মো. রাসেল।
সমাবেশে পৃথক পৃথক প্যান্ডেলে সহস্রাধিক নারী-পুরুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এসএকে/