শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

বগুড়ায় সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডার বিরুদ্ধে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম

বিদেশি অর্থায়নে পরিচালিত এনজিও ‘লাইট হাউজ’ আয়োজিত ‘লাউঞ্চিং মিটিং’ শিরোনামের একটি অনুষ্ঠানের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, সংস্থাটি সমকামিতা ও এলজিবিটিকিউ এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকাল ১১টায় শহরের সার্কিট হাউজ লেন কোর্ট মোড়ে সীরাতে মুস্তাকীম পরিষদ বগুড়ার আহ্বানে এবং মুফতি মনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা সার্কিট হাউসের সামনে অবস্থান নেন, যেখানে সরকারের উপদেষ্টা শারমিন মোর্শেদ অবস্থান করছিলেন। পাশাপাশি লাইট হাউজ কার্যালয় ঘেরাও করে তারা প্রতিবাদ জানান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হেফাজতে ইসলামের বগুড়া জেলা সহ-সভাপতি মাওলানা মামুন রাহমানী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আবদুল মাজেদ আনসারী, সীরাতে মুস্তাকীম পরিষদের প্রধান সমন্বয়ক আবদুস সোবহানসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “দেশের অর্থে পরিচালিত একজন উপদেষ্টা কীভাবে সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী এনজিওর অনুষ্ঠানে অংশ নেন—এর জবাব সরকারকে দিতে হবে।”

তারা আরও বলেন, সমকামিতা একটি নিকৃষ্ট সামাজিক অপরাধ ও অভিশাপ। বাংলাদেশের রক্ষণশীল পারিবারিক কাঠামোর বিরুদ্ধে এই ধরনের কার্যক্রম পশ্চিমা ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। এর মাধ্যমে পরিবার ভাঙন ও সামাজিক অবক্ষয় ডেকে আনা হচ্ছে।

মানববন্ধন থেকে সমকামী সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী এনজিওর কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানানো হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ