রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


আমীরে হেফাজতের সাথে খাগড়াছড়ি জেলা নেতাদের সৌজন্য সাক্ষাৎ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান (খাগড়াছড়ি প্রতিনিধি)

হেফাজতে ইসলাম বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আমীর, বর্ষীয়ান আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আমীরে হেফাজত নবগঠিত কমিটির নেতাদের দোয়া ও নসিহত প্রদান করেন। তিনি বলেন, “হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ঈমান ও আক্বিদা ভিত্তিক সংগঠন, যা মুসলিম উম্মাহর ঈমান-আমল রক্ষায় কাজ করছে। পার্বত্য অঞ্চলের মুসলমানদের ঈমান ও আক্বিদা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাই আল্লাহর উপর ভরসা রেখে নিয়মতান্ত্রিক ও পরামর্শভিত্তিকভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে।”

সাক্ষাৎকালে খাগড়াছড়ি জেলা হেফাজতের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুফতি শামিম হুসাইন ফারুকী, দিঘীনালা উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হামিদুল্লাহ নোমান, মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, মাওলানা আখতারুজ্জামান ফারুকীসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ