সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

নোয়াখালীতে নিখোঁজের দুই দিন পর খাল থেকে প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গিয়াস রনি (নোয়াখালী প্রতিনিধি)

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মেঘা খাল থেকে মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর নাম আরিফ হোসেন (১৩)। সে উপজেলার বদলকোট ইউনিয়নের পরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির বাসিন্দা জামাল হোসেনের ছেলে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়রা উপজেলার মেঘা খালে মরদেহটি ভেসে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিল এবং মাঝে মধ্যে রাতের বেলায় বাড়ির বাইরে অবস্থান করত। তবে প্রতিবারই সে সকালে নিজে বাড়ি ফিরে আসত। গত শনিবার রাতেও সে বাড়িতে না ফেরায় পরদিন থেকে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।

খবর ছড়িয়ে পড়লে ফেসবুকে ছড়িয়ে পড়া মরদেহের ছবি দেখে নিহতের বাবা প্রথমে শনাক্ত করতে না পারলেও পরে মা থানায় এসে মরদেহ দেখে ছেলেকে শনাক্ত করেন।

নিহতের এক স্বজনের দাবি, “আরিফ হয়তো কোনো ঘরে ঢোকার চেষ্টা করেছিল, তখন কেউ পিটিয়ে মেরে খালে ফেলে দিয়েছে।”

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান,

“শিশুটির মরদেহ খালের পানিতে উপুড় হয়ে ছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে, মুখমণ্ডল বিকৃত হয়েছে। এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন মেলেনি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ