বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

শৈলকূপায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের থানা কমিটি গঠন 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| খালিদ হাসান বিন শহীদ ( ঝিনাইদহ প্রতিনিধি ) ||

ঝিনাইদহের শৈলকূপায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের থানা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা শহরের হাসপাতাল মসজিদে বুধবার সকাল ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুস সালাম।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, 
বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক কাজল হোসেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঝিনাইদহ শাখার সহ-সভাপতি মুফতি নাজমুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ ইকরামুল হককে সভাপতি এবং মাওলানা আব্দুল্লাহ কে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় নেতাকর্মীরা বলেন, খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত মাওলানা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাবে। তারই ধারাবাহিকতায় আজকের এই থানা কমিটি গঠন সম্পন্ন হলো। ভবিষ্যতে দীন কায়েমের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আত্মপ্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ