সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

পটিয়া থানার ওসি অপসারণের আল্টিমেটাম, দাবি না মানলে দেশব্যাপী অবরোধের হুঁশিয়ারি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া থানার ওসি’র অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি না মানলে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের খুলশিতে ডিআইজি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। এ সময় ডিআইজির সঙ্গে দেখা করার চেষ্টা ব্যর্থ হলে তারা খুলশি এলাকায় গুরুত্বপূর্ণ সড়কে ব্যারিকেড দেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম-কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

আন্দোলনকারীরা জানান, পটিয়া থানার পুলিশের হামলা ও ছাত্র নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না।

গণতান্ত্রিক ছাত্রসংদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘পুলিশ যদি আবারও হামলার সাহস দেখায়, তাহলে আমরা আরও কঠোর প্রতিরোধ গড়ে তুলবো।’

এদিকে আন্দোলনকে ঘিরে প্রশ্ন তুলেছে পুলিশ। চট্টগ্রামের ডিআইজি আহসান হাবীব পলাশ বলেন, থানার মতো স্পর্শকাতর স্থানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। আইন-শৃঙ্খলা নিশ্চিত করাই পুলিশের দায়িত্ব।

তিনি বলেন, ‘ওসি পরিস্থিতি বিবেচনায় যে ব্যবস্থা নিয়েছেন, তা যৌক্তিক কি না, সেটাই দেখতে হবে।’

বিক্ষোভ ও অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কেউ কেউ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ