সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিত চেষ্টা চলছে: ব্যারিস্টার শাহরিয়ার কবির নিজেদের নির্দোষ দাবি করলেন সালমান এফ রহমান-আনিসুল হক ‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’ ৭ জেলার ২৫ মাদ্রাসার হিফজ বিভাগে পিসবের গিজার ও রুম হিটার বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল বুধবার ভোরের প্রচারে নজর কেড়েছেন ইবনে শাইখুল হাদিস

শৈলকুপায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নতুন কমিটি ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মোঃ আব্দুল আলিম (শৈলকুপা প্রতিনিধি)

শৈলকুপা উপজেলা শাখার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে উপজেলার কবিরপুর হাসপাতাল জামে মসজিদে আয়োজিত আলোচনা সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে হাফেজ ইকরামুল ইসলামকে সভাপতি এবং হাফেজ হুসাইন আহমাদকে সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান লাল, উপজেলা সভাপতি মাওলানা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে শৈলকুপায় খেলাফত যুব মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি ইসলাম, আদর্শ ও নৈতিকতা ভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণদের ভূমিকা বাড়ানোর আহ্বান জানান তারা।

পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ