শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ছিনতাই আতঙ্কে নারায়ণগঞ্জবাসী 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

রাজধানীর পার্শ্ববর্তী বাণিজ্যিক অঞ্চল নারায়ণগঞ্জ ছিনতাইকারীর রাজ্যে পরিণত হয়েছে। দিনে-দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের পাশাপাশি সন্ধ্যায়, রাতে এবং ভোরেও ছিনতাই হচ্ছে।

ব্যাটারিচালিত অটোরিকশা থেকে শুরু করে বিভিন্ন মানুষের টাকা ছিনতাই, পথচারী, রিকশা আরোহী যাত্রীদের থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করছে। প্রকাশ্যে অটোরিকশা থামিয়ে ছিনতাই, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের টাকা বহনকারী গাড়িতে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। প্রাণঘাতী ছিনতাইয়ের ঘটনাও ঘটে প্রায় সময়। এছাড়া ছিনতাইকারীর কবলে পড়ে আহত হচ্ছে নগরবাসী।
 
নগরীর গলাচিপা এলাকার বাসিন্দা মো. আল মেহেদী এ প্রতিবেদককে জানান, বালুর মাঠ হয়ে বাড়িতে যাওয়ার সময় রেললাইনের সামনে কিছু ছেলেপেলে দাঁড়িয়ে থাকে। ওদের কাছে ছুরি, চাকু থাকে। প্রায় সময় এদিক দিয়ে লোকজন গেলে তাদের ধরে মারার ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোন-মানিব্যাগ হাতিয়ে রেখে দেয়।
 
জামতলা এলাকার বাসিন্দা ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সোহেল তাজ নামে এক ব্যক্তি জানান, আগে সড়কে নিয়মিত পুলিশের টহল থাকত। কিন্তু গত ৫ আগস্টের পর পুলিশ একেবারেই চোখে পড়ে না এখানে। রাতে নিস্তব্ধ থাকে এলাকাটা। 

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত সমাজে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি ভেঙে পড়ছে। এতে চোর-ছিনতাইকারীরা বেপরোয়া হয়েছে। টহল না থাকায় দেদার ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। আমরা চাই পুলিশ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনুক।' নারায়ণগঞ্জে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, 'ছিনতাইকারীর সমস্যা সমাধান একটাই, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হতে হবে। একই রকমভাবে জনগণকে সচেতন হতে হবে। বিশেষ করে পুলিশ কোনো কাজ করছে না। এই অভিযোগ আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। মোড়ে মোড়ে ছিনতাই হচ্ছে, পুলিশ তৎপরতা বাড়াতে হবে ও পুলিশকে সক্রিয় হতে হবে। জনগণকে সচেতন হতে হবে, কারণ এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে নাই। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, মানুষের সঙ্গে যদি এমন কোনো ঘটনা ঘটে সেটা থানায় এসে অভিযোগ করতে হবে, পুলিশকে জানাতে হবে। আমরা এলে ব্যবস্থা গ্রহণ করব। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, এসব সমস্যা সমাধানে আমরা ইতিমধ্যে আর্মির সঙ্গে কথা বলেছি। আমরা আর্মি টহলে দিয়েছি।

এসএকে/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ