রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

বিডিআর ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার করতে হবে : মঞ্জুরুল ইসলাম আফেন্দি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুর ২ টা থেকে বোয়ালমারীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের এমন নেতা নির্বাচন করা উচিত নয়, যার কাছে আমাদের অধিকার নিরাপদ নয়। একজন বিশ্বস্ত জনসেবক, পরীক্ষিত বন্ধু, যিনি সুখে-দুঃখে জনগণের পাশে থাকবেন—এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। এমন নেতা প্রয়োজন, যার কাছে সাধারণ মানুষের যাওয়া সহজ হবে। যিনি জনগণের কথা শুনবেন। সরকারি বরাদ্দ আত্মসাৎ না করে জনগণের কাছে পৌঁছে দেবেন।”

তিনি আরো বলেন, “আমরা মুফতি জাকির হোসাইন কাসেমীকে ফরিদপুর-১ আসনের (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) জনগণের স্বার্থরক্ষায় একজন বিশ্বস্ত ও জনবান্ধব নেতৃত্ব মনে করি। তাই দল-মত নির্বিশেষে সকলকে আহ্বান জানাই, আগামী নির্বাচনে মুফতি জাকির হোসাইন কাসেমীর মত জনদরদিকে জনপ্রতিধি নির্বাচন করেন। 
এছাড়া তিনি জোর দিয়ে বলেন, বিডিআর হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। এ হত্যাকাণ্ডের বিচার না হলে আগামীর বাংলাদেশ নিরাপদ নয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জমিয়তের অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী। তিনি বলেন, কোন কাজে যখন এখলাস থাকে তখন সে কাজ কেউ আটকাতে পারেনা। আমাদের প্রত্যেকটা কাজ এখলাস ও লিল্লাহিয়্যাতের সাথে করা উচিত। যখন এখলাস ও লিল্যাহিয়্যাতের সাথে চেষ্টা, সাধনা ও পরিশ্রম থাকবে তখন সে কাজটা দ্রুতগতিতে এগিয়ে যাবে। সবাইকে জীবনের প্রতিটি ক্ষেত্রে এখলাস ও তাক্বওয়ার জিন্দেগী অবলম্বন করতে হবে। সাথেসাথে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই সময়ে ইসলামপন্থীদের বিজয়ী করা না গেলে আগামীর বাংলাদেশে আবারো ফ্যাসিজম জন্ম নিবে।

বোয়ালমারী উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আমির হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরিচালিত হয়। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হোসাইন। সমাবেশে আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জমিয়তের সভাপতি মুফতি কামরুজ্জামান, কেন্দ্রীয় সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মহানগর সভাপতি মাওলানা মানসুর আহমদ, সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ