রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা

ডিসপ্লেতে ভেসে উঠল: আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ডিসপ্লেতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে ইতোমধ্যে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

স্থানীয়রা বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। আমরা সবাইকে শান্ত করে রেখেছি। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ২০১৬ সালে একটি কোম্পানি ওই সার্ভারটির সংযোগ দিয়েছিল। শফিকুর রহমান প্রধান শিক্ষক হিসেবে ২০২২ সালে স্কুলে যোগদান করেন। তিনি সার্ভারটি কোন কোম্পানির সেটি জানেন না।

 তৎক্ষণাৎ কোনো সার্ভার এক্সপার্ট না পাওয়ায় বৃহস্পতিবার সকালে সার্ভার এক্সপার্টের মাধ্যমে খুলে লেখাটি কীভাবে এলো তা পরীক্ষা-নিরীক্ষার পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

আন্দুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল রহমান জানান, বিদ্যালয় সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের আগে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে জানালে দ্রুত বিষয়টি শাহাপুর ক্যাম্পের আইসি ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে তিন সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত ফলাফল অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ