শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ইয়েমেনের হোদাইদা বন্দরে ইসরায়েলের বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হোদাইদায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টানা ১২ দফা হামলায় বন্দরের বিভিন্ন স্থানে বোমা ও মিসাইল নিক্ষেপ করা হয়।

হামলার আগে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। পরে বিমানবাহিনী হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, হুতি বিদ্রোহীরা এই বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে, যা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

তবে হুতি কর্তৃপক্ষ বলছে, হোদাইদা সম্পূর্ণ বেসামরিক অবকাঠামো এবং ইয়েমেনের অর্থনীতির প্রধান কেন্দ্র। সাধারণ মানুষের দুর্দশা বাড়াতেই ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়ে বলেন, হুতিদের ওপর নৌ ও আকাশ অবরোধ বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ইসরায়েলের ওপর হামলার চেষ্টা করলে হুতিদের চড়া মূল্য দিতে হবে।

প্রসঙ্গত, ২০২৩ সালে হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই হুতিরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়ে আসছে। একই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলেও তারা বাধা দিয়েছে।

এর আগে গত দুই সপ্তাহে ইসরায়েলি হামলায় বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীসহ ১২ মন্ত্রী নিহত হন। আর গত সপ্তাহের হামলায় অন্তত ৩১ সাংবাদিক প্রাণ হারান।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ