বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে? ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা দেবে গুগল দেশবিরোধী অপশক্তির উস্কানি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান খেলাফত মজলিসের ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত পোস্টাল ব্যালটে ভোট দিতে তুমুল উদ্দীপনা, নিবন্ধন করলেন ৫৪ হাজারের বেশি প্রবাসী বাউলের আল্লাহদ্রোহী বক্তব্য আড়াল করে তৌহিদী জনতাকে দোষারোপ, ঈমানি চেতনায় সরাসরি আঘাত জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব দ্বীনিয়াত কেন্দ্রীয় মুআল্লিম ও মুআল্লিমা প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর ৫৪ বছর পর ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেওয়ার সুযোগ কাজে লাগাতে হবে: পীর সাহেব চরমোনাই ফের সিসিইউতে বেগম খালেদা জিয়া

পুড়ছে রাজধানীর কড়াইল বস্তি, পানি সংকটে পেতে হচ্ছে বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা পানির তীব্র সংকটে বেশ সমস্যায় পড়ছেন। বিস্তৃত এ অগ্নিকাণ্ড নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট টানা কাজ করছে।

আজ (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে কড়াইল বস্তিতে আগুনের সূত্রপাত হয়। তীব্র যানজট অতিক্রম করে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও পানির অপ্রতুলতা দ্রুত নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, পানির সংকট তীব্র হওয়ায় আরও ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পানি সংকটের কারণেই আমরা ইউনিট বাড়িয়ে মোট ১৬টি করেছি। আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

আতঙ্কিত বস্তিবাসী, পুলিশ মোতায়েন

বস্তির বাসিন্দারা জানান, আগুন লাগার পর দাউ দাউ করে তা দ্রুত টিনের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষজন ঘর থেকে যে যেভাবে পারছেন মূল্যবান সামগ্রী সরিয়ে নিচ্ছেন।

এ দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণে কাজ করছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির ভেতরে বাসিন্দাদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছে, যেন কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আগুনের ঝুঁকিতে থাকা ঘরগুলো থেকেও মানুষজন দ্রুত জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ