রাজধানী ঢাকায় আগামীকাল ১৯ নভেম্বর ২০২৫, বুধবার সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে বি এম মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে“ওয়াহদাতে উম্মাহ কনফারেন্স”।
দেশের বিভিন্ন প্রান্তের আলেম-ওলামা, ইসলামী গবেষক ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা, ভ্রাতৃত্ব সুদৃঢ়করণ এবং কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনের উপায় নিয়ে সারগর্ভ আলোচনা হবে এই কনফারেন্সে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী স্কলার, মুতাকাল্লিমে ইসলাম মাওলানা ইলিয়াছ গুম্মান হাফি.। চেয়ারম্যান,আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ পাকিস্তান।
তিনি মুসলিম বিশ্বের সাম্প্রতিক পরিস্থিতি, বিভাজন দূরীকরণ ও উম্মাহর শক্তিশালীকরণের জন্য ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। বিশেষভাবে তিনি মুসলিম সমাজে সঠিক আকীদা, সুন্নাহর অনুসরণ ও শিরক-বেদআতের অপকারিতা বিষয়ে দিকনির্দেশনা দেবেন ইনশাআল্লাহ ।
সঞ্চালনায় থাকবেন : মুফতী রেজাউল করীম আবরার ছাহেব. মহাসচিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,ও প্রধান মুফতী,জামি'আ মাহমুদিয়া, যাত্রাবাড়ী, ঢাকা। ও মুফতী শামসুদ্দোহা আশরাফী ছাহেব, প্রতিষ্ঠাতা, পরিচালক, ইসলামী দাওয়াহ সেন্টার, ঢাকা।
বক্তব্য রাখবেন : দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ।
এ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ এবং জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ কনফারেন্সে অংশগ্রহণ করবেন। আলোচনা-পর্বে উম্মাহর মাঝে মতভেদ কমিয়ে আনা, বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন মোকাবিলা, ইসলামী শিক্ষা বিস্তার, যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা, পরিবার-প্রতিষ্ঠার সুরক্ষা এবং বিশ্বমঞ্চে মুসলমানদের মর্যাদা পুনরুদ্ধারের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপিত হবে
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর উদ্দেশ্য হল, “বর্তমান বিশ্বের এই করুণ পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে এক মঞ্চে একত্রিত করা সময়ের দাবি। এই কনফারেন্সের লক্ষ্য হল ভেদাভেদ ভুলে কোরআন-সুন্নাহর আলোকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা”।
আল্লাহ তাআ'লা আমাদের এই কনফারেন্সে অংশগ্রহণের তাওফীক দান করুন।
এলএইস/ইবরাহীম আশরাফ আজিজী