বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে? ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা দেবে গুগল

ইত্তেফাকুল মাদারিস বৃহত্তর মিরপুরের মজলিসে উমুমীর বার্ষিক সভা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের মজলিসে উমুমীর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজধানীর জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইত্তেফাক গঠনের ফলে বৃহত্তর মিরপুরের মাদরাসাগুলো ঐক্যবদ্ধ হয়েছে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বেড়েছে। ইত্তেফাক প্রতিষ্ঠার পর থেকে মাদরাসাগুলোর পড়ালেখার মান অনেক উন্নত হয়েছে। এর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে।

মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আরও বলেন, ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া দিন দিন যেভাবে উন্নতি-অগ্রগতি করছে, এ ধারা যেন অব্যাহত থাকে। যে সমস্ত মাদরাসা এখনো ইত্তেফাকভুক্ত হয়নি, তাদের অন্তর্ভুক্তির ব্যাপারে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

ইত্তেফাকের দপ্তর সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী -এর সঞ্চালনায় উদ্বোধনী  বক্তব্য রাখেন ইত্তেফাকের সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী —এসময় আরো বক্তব্যে রাখেন ইত্তেফাকের নাযেমে ইমতিহান শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুছ তালুকদার, সহ সভাপতি মুফতী ইমরান কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হামেদ জহিরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুল ওয়াহীদ কাসেমী, অর্থ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সহকারী প্রচার সম্পাদক মাওলানা সাইফুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আ. লতিফ ফারুকী। 

আরো বক্তব্যে রাখেন  মাওলানা নূরুল আলম, মাওলানা সুলাইমান, হাসান মাওলানা আ. আজিজ, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা নোমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নজীর আহমদ, মাওলানা আ. বাতেন, মাওলানা ফয়সাল, মাওলানা সাখাওয়াত, মাওলানা সুলতান মাহমুদ প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুর এর আওতাধীন বিভিন্ন মাদরাসার মুহতামিম ও জিম্মাদার দায়িত্বশীলবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ