বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বড় হচ্ছে দুদকের পরিধি, কর্মকর্তাদের সম্পদ যাচাই বাধ্যতামূলক আগামী সপ্তাহে প্রবাসীদের ঠিকানায় যাচ্ছে পোস্টাল ব্যালট অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন: উপদেষ্টা আসিফ খোদাদ্রোহী বাউল আবুল সরকারের মৃত্যুদণ্ডের দাবিতে জাতীয় ইমাম পরিষদের মানববন্ধন বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে : প্রেস সচিব শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে অন্তত ৩২ জনের মৃত্যু, নিখোঁজ ১৪ দুটি ট্রলারসহ টেকনাফের ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল শরীরের মরা চামড়া উঠে গেলে অজু ভাঙবে? ভূমিকম্প হওয়ার আগে সতর্কবার্তা দেবে গুগল

স্পিকারের তার থেকে আগুন ছড়াল বেলুনে, আহত অন্তত ১২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্পিকারের তার থেকে আগুন ছড়িয়ে পড়লে বেলুনে বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ২টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় অনুষ্ঠানস্থলে হঠাৎ করেই স্পিকারের তারে আগুন ধরে যায় এবং তা ছড়িয়ে পড়ে বেলুনে, যা বিস্ফোরিত হয়ে আশপাশের কয়েকজন দর্শনার্থীকে আহত করে।

ঘটনার সময় মঞ্চে উপস্থিত সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, “স্পিকারের তারে আগুন ধরে গেছে, আয়োজকরা বিষয়টি দেখছেন।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত বছরের এই দিনে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলায়নের মুহূর্ত’ স্মরণে আকাশে বেলুন উড়ানো হয়েছিল। প্রতীকী ‘হেলিকপ্টার বেলুন’ উড়িয়ে দিনটি স্মরণীয় করে রাখতে এই আয়োজন করা হয়।

বেলুনগুলো শত শত অংশগ্রহণকারীর হাত থেকে একযোগে উড়ানো হয়। ঠিক সে সময়ই ঘটে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ