শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

ইউটিউবের সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের বৃহত্তম এবং বহুল ব্যবহৃত ভিডিও স্ট্রিমিং সংস্থা ইউটিউবের মুখ্য কার্যনির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন সুজান ওয়োজসিকি। তার জায়গায় নতুন সিইও হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন। বৃহস্পতিবার সমাজমাধ্যমে পোস্ট করে এ কথা জানান সুজান। ইউটিউব যখন টিকটক ও নেটফ্লিক্সের সঙ্গে চূড়ান্ত প্রতিযোগিতায়, ওই রকম একটা সময়ে এই পরিবর্তন হলো।

জন্মলগ্ন থেকেই ইউটিউবের সাথে রয়েছেন সুজান। ২৫ বছর আগে তারই গ্যারাজ থেকে পথ চলা শুরু ইউটিউবের। ২০১৪ সালে থেকে তিনি সংস্থার সিইও পদে ছিলেন। তার আগে গুগ্‌লের বিজ্ঞাপন বিভাগের প্রধান সহ-সভাপতি। গুগ্‌লের প্রথম দিকের কর্মীদের মধ্যে এক জন সুজান। গুগলের আগে তিনি চিপ প্রস্তুতকারক সংস্থা ইনটেলে কাজ করতেন।

নতুন সিইও নিল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। ২০০৮ সালে তিনি গুগ্‌লে যোগ দেন। ২০১৫ সালে তিনি মুখ্য পণ্য কর্মকর্তা হন। গুগ্‌লের আগে নিল মাইক্রোসফ্‌টে কাজ করেছেন। এ ছাড়া বহু নামী সংস্থায় বোর্ড সদস্যও ছিলেন তিনি। ইউটিউব মিউজিক, ইউটিউব শর্টস, ইউটিউব টিভি এবং ইউটিউব প্রিমিয়াম তারই মস্তিষ্কপ্রসূত।

ভারতীয় বংশোদ্ভূত সিইওদের তালিকায় নতুন নাম নিল। মাইক্রোসফ্‌টে সত্য নাদেলা, অ্যাডোবিতে শান্তনু নারায়ণ এবং গুগ্‌ল অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। পেপসিকোতে প্রায় ১২ বছর সিইও ছিলেন ইন্দ্রা নুয়ি। ২০১৮ সালে তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান। এই খবর প্রকাশ্যে আসার পর অ্যালফাবেটের শেয়ার দরে প্রায় ১ শতাংশ পতন হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ