বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
‘মাদক প্রতিরোধে সীমান্তের তরুণদের বিজিবির মতো প্রহরী হতে হবে’ আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে বেফাকের গভীর শোক  নারী কমিশনের প্রস্তাব বাতিলের দাবিতে নারীদের মানববন্ধন ইসরাইলের রামন বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা ইসলামী আন্দোলন ও ইসলামী ঐক্যজোটের সংলাপ: ৭ দফা ঐকমত্য ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা: তিন দিনে ভারতীয় ১৬ ড্রোন ভূপাতিত জামায়াত নেতা আজহারের আপিলের রায় ২৭ মে মসজিদ-মাদরাসায় হামলা ভারতের আগ্রাসী মনোভাবের প্রতিফলন: খেলাফত মজলিস ভারতীয় মুসলিম নেতারা হিন্দুত্ববাদী প্রকল্পের আস্থা অর্জন করতে পারবেন কি? ‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’

মাওলানা ফযজুল হাসান চৌধুরীর মার ইন্তিকাল, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শায়খ আনওয়ারুল হক চৌধুরীর রহ. ভগ্নি, মাওলানা ফযজুল হাসান চৌধুরীর মাতা হেনা বেগম চৌধুরী (৬৮) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার রাত ২.৩০ মিনিটে সিলেটে শাহপরান উপজেলার দক্ষিণকাছ চৌধুরীপাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তিকাল করেন। মৃত্যকালে উনার পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে মারা যান।

জানা যায়, এ মহিয়সীর নারীর সন্তানদের ৪জন এখন বৃটেনে স্থায়ীভাবে বসবাস করেন। সন্তানদের আলেম, হাফেজ বানানোর জন্য বিরাট ত্যাগ শিকার করেছেন তিনি। ছেলে মাওলানা আলী হাসান চৌধুরী ও মাওলানা ফয়জুল হাসান চৌধুরী বৃটেনে ব্যবসার পাশাপাশী দেশ-বিদেশের বিভিন্ন মাদরাসা মসজিদের তথ্যবধানে আছেন। এছাড়াও বহু সামাজিক কর্মের সাথে তারা জড়িত।

জানা যায়, এ মহিয়সী নারী ঢাকার মালিবাগে নিজস্ব বাসায় মহল্লার মহিলাদের নিয়ে প্রতি শুক্রবার দীনি তালিম করতেন। মালিবাগ মাদরাসার মুহাদ্দিসগণকে দাওয়াত করে আনতেন। দীর্ঘদিন থেকে সেই মাহফিলে নিয়মিত তাফসির করছেন বহু আলেমের উস্তাদ হযরত মাওলানা ইয়াহয়া জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ। ৫০বছর আগে শুরু করেন মহান কাজ। মহল্লার ছোট ছোট বাচ্চাদের কুরাআন শিক্ষা দিতেন খুবই স্নেহ-মমতার সঙ্গে এবং অভিভাবক সুলভ ভঙ্গিতে। প্রায় ৪০বছর এই খেদমত করেন। যার কারণে গুলবাগ এলাকার সকল যুবক যুবতিরা তাঁকে মায়ের মত মহব্বত করত, উস্তাদের মত সমীহ করত।

তার ছেলে মাওলানা ফযজুল হাসান চৌধুরী আওয়ার ইসলামকে জানান, দীর্ঘদিন থেকে তিনি বার্দ্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। শারিরীক অবনতির কারণে কয়েবার তাকে হসপিটাল ভর্তি করা হয়েছিল। সর্বশেষ অক্টোবর প্রথম দিকে স্বাস্থ্য অবনতি হলে উন্নত চিকিৎসার দেয়া হয়। পরিশেষে গত রাতে তিনি মওলার ডাকে পাড়ি জমান। সোমবার বাদ আসর সিলেট শাহ জালাল দরগায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শাহ জালালেই দাফন সম্পন্ন হয়।

মাওলানা ফযজুল হাসান চৌধুরী আরো (৬ষ্ঠ সন্তান) বলেন, আম্মা ছিলেন আমাদের শ্রেষ্ঠ উস্তাদ। কড়া শাসন, পরম আদর আর দূরদর্শি দিকনির্দেশনায় আজ আমরা মানুষ হতে পেরেছি।

দুনিয়া বিমুখতা আর আখেরাতের প্রতি মনোযোগের ক্ষেত্রে আমরা সব সময় বড় মামা (শায়খ আনওয়ারুল হক চৌধুরী রহ)কে অনুসরণ করতাম। আর এ ক্ষেত্রে আম্মা আমাদের সবচে বেশি সাহস যোগাতেন। শেস সময়ে আম্মার পাশে থাকতে পারি নাই, সেটা আমার কাছে অনেক কষ্টের। আল্লাহ আমার আম্মাকে ক্ষমা করে দিন। জান্নাতের উচ্চ মাক্বাম দান করুন।

এদিকে এ মহিয়সী নারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ার ইসলামের সাবেক প্রধান সম্পাদক, মাদানী কুতুবখানার কর্ণধার মুফতি আমিমুল ইহসান ও আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ