সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

আল্লাহ আমাকে আরো একটি জীবন দিলেন: গুলিবিদ্ধ ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শত্রুর ছোড়া গুলির আঘাতের পরও অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। জীবন ফিরে পাওয়ার পর আল্লাহর শুকরিয়া জানিয়েছেন তিনি। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক বলেছেন, ‘আল্লাহ আমাকে আরো একটি জীবন দিয়েছেন।’

বৃহস্পতিবার ওয়াজিরাবাদে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পথে তিনি এ কথা বলেন। সাথে এও বলেছেন, ‘আমরা কাউকে ভয় পাই না। আমাদের লংমার্চ যেকোনো পরিস্তিতিতে ইসলামাবাদ পৌঁছবে। ইনশাল্লাহ, আমি লড়াই করে ফের ফিরে আসব।’

বৃহস্পতিবার সন্ধ্যায় ইমরান খানকে লক্ষ্য করে একে-৪৭ অস্ত্র থেকে গুলি চালায় এক হামলাকারী। এতে ইমরান খানের পায়ে অন্তত তিন থেকে চারটি গুলি বিদ্ধ হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। তাকে একন লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে এই হামলায় একজন নিহত হয়েছেন এবং আরো আহত হয়েছেন সাতজন। বিষয়টি নিশ্চিত করে পাঞ্জাবের পুলিশ জানিয়েছে, নিহত ওই ব্যক্তির নাম মুয়াজ্জাম নওয়াজ।

ইমরান খানের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এক টুইটে লেখেন, ‘ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ওপর এই হামলার কড়া ভাষায় নিন্দা করি। আমি ইন্টিরিয়ার মিনিস্টারকে একটি প্রত্যক্ষ রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ দিয়েছি। আমি পিটিআই প্রধান ও বাকি আহতদের সুস্বাস্থ্য কামনা করি।’ সূত্র : এক্সপ্রেস নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ