আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
নিহত মাওলানা নুরুল ইসলাম (৬৫) জেলার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা।
তিনি বুড়িচংয়ের কালাকচুয়া ফাজিল মাদরাসার ইবতেদায়ি বিভাগের শিক্ষক ছিলেন।
নিহতের ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, আজ নিজের ক্ষেতের সবজি নিমসার বাজারে বিক্রি করার জন্য যাচ্ছিলেন আমার ভাই। পথে একটি গাড়ি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কালাকচুয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বলেন, চলতি বছরের ডিসেম্বরে নুরুল ইসলামের অবসরে যাওয়ার কথা ছিল। তার আগেই জীবন থেকে অবসরে চলে গেলেন। এ ঘটনায় আমরা শোকাহত।
-এটি