শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে ইঞ্জিন বিকল, ৬ ঘণ্টা পর ছাড়ল ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়ে ৬ঘণ্টা আটকে ছিল লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন। পরে ইঞ্জিন মেরামত করে লালমনিরহাট উদ্দেশ্যে ছেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার রাত ১২টা ৩৩ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিট পর্যন্ত ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে স্টেশনে আটকে ছিল। অতিরিক্ত গরমের কারণে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে ওই স্টেশনেই রাত ১২টা ৩৩ মিনিট থেকে ট্রেনটি আটকে ছিল। মেরামত শেষে ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৬টা ২৫ মিনিটে পুনরায় লালমনিরহাট উদ্দেশ্যে ছেড়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ