বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


সাংবাদিক খাসোগির নামে ওয়াশিংটনে সৌদি দূতাবাসের সড়ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওয়াশিংটনে সৌদি আরবের দূতাবাসের সড়কের নাম মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগির নামে রাখা হয়েছে।

২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাকে। এরপর তার অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন করে রাসায়নিক দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের পরিকল্পনা সত্ত্বেও মানবাধিকারকর্মীরা বলছেন, নিহত এই সাংবাদিককে বিস্মৃত হতে দেওয়া যাবে না। বুধবার (১৬ জুন) ওয়াশিংটনের স্থানীয় সরকার কর্তৃপক্ষ দূতাবাসের সামনের সড়কের নামফলক বদলে দিয়েছেন। এখন থেকে দূতাবাসের কর্মকর্তারা তাদের কর্মক্ষেত্রের সামনের সড়কের নাম ‘জামাল খাসোগি ওয়ে’ পড়তে বাধ্য হবেন।

ডিস্ট্রিক্ট কলোম্বিয়া কাউন্সিলের প্রেসিডেন্ট ফিল মেন্ডেলসন বলেন, সড়কটি এখন থেকে জামাল খাসোগির স্মৃতিকে ক্রমাগত স্মরণ করিয়ে দেওয়ার কাজটি করবে। কাজেই স্মৃতি থেকে এই সৌদি সাংবাদিকের নাম মুছে দেওয়া সহজ হবে না।

খাসোগির নামে নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউয়ের নতুন নামকরণে কাউন্সিলের সদস্যরা সর্বসম্মতিতে ভোট দিয়েছেন। বিখ্যাত ওয়াটারগেট ভবন বরাবর সড়কটি অবস্থিত।

আগামী মাসে সৌদি সফরে যাবেন জো বাইডেন। সেখানে উপসাগরীয় দেশটির কার্যত নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। জামাল খাসোগিকে হত্যায় পশ্চিমা বিশ্বে এমবিএস নামে পরিচিত যুবরাজের অনুমোদন ছিল বলে হোয়াইট হাউসের গোয়েন্দা প্রতিবেদন বলছে।

খাসোগি হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সৌদি আরবকে একঘরে করে রাখার অঙ্গীকার প্রকাশ করেছিলেন বাইডেন। দ্য ওয়াশিংটন পোস্টে সমালোচনা করে কলাম লেখায় তার ওপর ক্ষুব্ধ ছিলেন সৌদি সিংহাসনের উত্তরসূরি।

শান্তিতে নোবেলজয়ী ইয়েমেনি লেখক তাওয়াক্কুল কারমান বলেন, বাইডেনের আসন্ন সৌদি সফর নিয়ে যে পরিমাণ উৎসবের আমেজ চলছে, তাতে বিশ্বজুড়ে মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার প্রত্যাখ্যান করেছেন বলেই ধরে নেওয়া হয়েছে।

বাইডেনের ‘লজ্জাজনক আত্মসমর্পণের’ নিন্দা জানিয়েছেন খাসোগির প্রতিষ্ঠিত ডেমোক্র্যাসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউয়ের নির্বাহী পরিচালক সারাহ লিয়াহ হোয়াইটসন। সৌদি দূতাবাসের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আমরা সেই সব লোকজনকে স্মরণ করিয়ে দিতে চাই, যারা দরজার আড়ালে লুকিয়ে থাকেন। জামাল খাসোগি সড়কের মাধ্যমে প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টায় ও প্রতিটি মুহূর্তে তাদেরকে মানুষের চোখের সামনে তুলে ধরতে চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ