শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

সন্ত্রাস দুর্নীতি ও মাদকমুক্ত কুমিল্লা গড়তে হাতপাখায় ভোট দিন: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা সিটিকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সিটি হিসেবে গড়ে তুলতে হলে মেয়র প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীকে হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।

আজ রোববার কুমিল্লা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীর গণসংযোগে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রার্থী ছাড়াও দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা নূর হোসাইন, মাওলানা এনামুল হক মজুমদার, রবিউল ইসলাম, মাওলানা খালেদ সাইফুল্লাহসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী বিশিষ্ট আলোচক মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, রাষ্ট্রীয় দুর্নীতি ও মাদকমুক্ত কুমিল্লা সিটি গড়ার জন্য কুমিল্লাবাসীর প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সমাজে সৎব্যক্তি না থাকায় জনজীবন আজ বিপর্যস্ত। সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবীসহ প্রায় সকল পেশাজীবী শ্রেণি স্বার্থের কারণে দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে বিভক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।

এমতাবস্থায় সকল ক্ষেত্রে সৎ নেতৃত্ব নির্বাচিত করতে হবে। আর এ জন্য কুমিল্লা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরীকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। একইসাথে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ