সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের বক্তা আমির হামজার বক্তব্য মনগড়া ও অসত্য: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে বিআরটিএ নিজ খরচে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করলেন তামিম ইকবাল ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের

যানবাহনে বেপরোয়া উদযাপন, আটক ২৮৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের খুশিতে বেপরোয়াভাবে রাস্তায় নেমে বুধবার রাত ৮টা পর্যন্ত চট্টগ্রামে আটক হয়েছেন ২৮৪ জন। এ সময় জব্দ হয়েছে ৪৩ যানবাহন।

বুধবার (৪ মে) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে পুলিশ ঘোষণা দিয়েছিল, ঈদের আনন্দ করতে গিয়ে কোনো ‘হিরোগিরি’ দেখানো যাবে না। বেপরোয়া গাড়ি চালিয়ে জনমনে আতঙ্ক বা ঝুঁকি সৃষ্টি করা যাবে না। এসব বিষয় দেখতে ঈদের দিন নগরীর রাস্তায় নামে পুলিশের একাধিক টিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে ঈদের দিন নিবন্ধনহীন গাড়ি চালানো, হেলমেটবিহীন বাইক চালানো, বেপরোয়াভাবে বাইক চালানো, অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক বাইক চালানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো এবং ট্রাকে করে উচ্চ শব্দে লাউড স্পিকারে গান বাজানোর অপরাধে ২৮৪ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ৪৩ যানবাহন জব্দ করা হয়। অপ্রাপ্তবয়স্ক চালক কর্তৃক বেপরোয়া বাইক চালানোর অপরাধে সিএমপির হেফাজতে থাকা শিশুদের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তিদের লাইসেন্স ও হেলমেট নেই। কেউ জোরে হর্ন বাজিয়ে দিচ্ছিল মহড়া। আবার কেউ কেউ পিকআপে লাউডস্পিকারে গান বাজিয়ে ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়।

সিএমপির কর্মকর্তারা জানান, চট্টগ্রামে সতর্ক করার পরও বহু কিশোর তরুণ ঝুঁকিপূর্ণভাবে গাড়ি নিয়ে রাস্তায় নামে। এ কারণে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ