বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
পাকিস্তানের ‘ভূপাতিত করা’ ৫ ভারতীয় যুদ্ধবিমানের দাম কত? প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেওয়া হবে: শাহবাজ শরিফ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি সীমান্তে পাকিস্তানের তীব্র গোলাবর্ষণ, ভারতীয় সেনা নিহত মানসিক অস্থিরতা দূর করার দোয়া পাকিস্তানের ভয়ে ভারতের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট, ঘরে থাকার নির্দেশ বিশ্ববিদ্যালয়ে হিজাব নিষিদ্ধ করতে চান ফরাসি মন্ত্রী ইত্তেফাকুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ কেরানীগঞ্জের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত শাপলা ও পিলখানার বিচার দাবিতে জমিয়তের বিক্ষোভ মিছিল সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের

ইমরান খানকে ‘ফুলপ্রুপ’ নিরাপত্তা দেওয়ার নির্দেশ শাহবাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লাহোরে আজ বহস্পতিবার পিটিআইয়ের যে সমাবেশ রয়েছে, সে উপলক্ষে দলটির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফুলপ্রুপ নিরাপত্তা (নিখুঁত নিরাপত্তা) দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

স্থানীয় সরকারের পক্ষ থেকে ইমরান খানের নিরাপত্তা হুমকির আশঙ্কা প্রকাশ করার পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টুইটারে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সময় রাত ৮টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার পূর্বসূরী ইমরান খানের ‘নির্ভুল নিরাপত্তা’ বিধানের জন্য কার্যকর এবং অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, শান্তিপূর্ণ জনসভা গণতন্ত্রের অংশ। একই সঙ্গে নির্দেশ দিয়েছেন যেন এ বিষয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।

জিও নিউজ বলছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের নিরাপত্তা নিয়ে লাহোর প্রশাসন উদ্বেগ প্রকাশ এবং তার জন্য আয়োজকদের একটি বুলেটপ্রুফ নিরাপত্তা বলয় গড়ে তোলার জন্য বলার পরই এই নির্দেশ জারি করেন প্রধানমন্ত্রী।

লাহোর জেলা প্রশাসন সাবেক প্রধানমন্ত্রীকে মিনার-ই-পাকিস্তানের সমাবেশস্থলে যাওয়ার জন্য সানরুফ এবং জানালা বন্ধসহ একটি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করার পরামর্শ দিয়েছে। এ ছাড়া ডেপুটি কমিশনারের পক্ষ থেকে পিটিআই চেয়ারম্যানকে মিনার-ই-পাকিস্তানে না যাওয়ার এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় ভাষণ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর যদি তিনি স্বশরীরে বক্তব্য দিতে চান, তাহলে ভাষণের মঞ্চটি অবশ্যই বুলেটপ্রুফ কাঁচের পর্দা দিয়ে তৈরির পরামর্শ দেওয়া হয়।

এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও পিটিআই তাদের পরিকল্পনা পরিবর্তন করেনি। দলটি ঘোষণা দিয়েছে, সমাবেশটি নির্ধারিত সময় অনুযায়ী ৮টায় শুরু হবে। তবে কোনো কারণে বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে যাতে সমাবেশ চলে, সেজন্য দলটির পক্ষ থেকে একটি ব্যাকআপ জেনারেটর ইনস্টল করতে বলা হয়েছে।

অন্যদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসমাবেশের আয়োজকদেরও পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অজ্ঞাত ব্যক্তিদের অনুষ্ঠানস্থলে প্রবেশের অনুমতি দেওয়া না হয় এবং সেটা যাতে নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন শহরে জনসভা করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান ইমরান খান। এসব জনসভায় তার পক্ষে মানুষের জোয়ার লক্ষ করা গেছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার, ২১ এপ্রিল লাহোরে জনসভা করার কথা তার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ