শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


কুরআন প্রতিযোগিতায় সাত শত কোটি টাকার পুরস্কার ঘোষণা করলেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সৌদি আরবের পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার জন্য অনুমোদন দিয়েছেন। এবারের পুরস্কারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাত শত কোটি টাকা।

সৌদি প্রেস এজেন্সি জানায়, আগামী রজব ও শা'বান মাসে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের আলাদাভাবে অংশ গ্রহণের সুযোগ রয়েছে। পবিত্র কুরআনের এ প্রতিযোগিতাটি শাহ সালমান ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। যার মোট পুরস্কারের অর্থ নির্ধারণ করা হয়েছে ৩১.২৬ মিলিয়ন রিয়াল।

এদিকে, ইসলামী বিষয়ক মন্ত্রী, দাওয়াহ ও নির্দেশনা শায়েখ ড. আব্দুল আজিজ আল শেখ প্রতিযোগিতার অনুমোদনের জন্য দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, এটি পবিত্র কোরআনের মুখস্থ করণ, তিলাওয়াত ও তাফসীরের ২৩তম প্রতিযোগিতা। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা হবে যার মধ্যে প্রথম স্থান বিজয়ী ২০০.০০ রিয়াল, দ্বিতীয় স্থান বিজয়ী ১৮৫,০০০ রিয়াল এবং তৃতীয় স্থান বিজয়ী ১৭০,০০০ রিয়াল নগদ পুরষ্কার প্রদান করা হবে। সূত্র: সৌদি প্রেস এজেন্সি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ