মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


খুলনার সঙ্গে আড়াই ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোর রেলওয়ে জংশনে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। আড়াই ঘণ্টা খুলনার সঙ্গে দেশের সব ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর রাত সাড়ে ৮টার দিকে চলাচল স্বাভাবিক হয়।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে যশোর রেল স্টেশনে ৩ নম্বর লাইনে যাওয়ার সময়ে একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

যশোর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আয়নাল হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে যশোর রেলওয়ে জংশনের কাছে পৌঁছায়। যশোর স্টেশনে পৌঁছালে প্রথম লাইন থেকে তৃতীয় লাইনে যাওয়ার সময়ে ট্রেনের দ্বিতীয় বগির কপলিংক ছিঁড়ে যায়। এতে ট্রেনটির বগি লাইনচ্যুত হয়। পরে ওই ট্রেনের ইঞ্জিন নিয়ে বিচ্যুত বগিটি রেখে পেছনের বগিগুলো সরিয়ে নিলে রাত সাড়ে ৮টা নাগাদ রেল লাইন সচল হয়। এরপর রেল যোগাযোগ পুনঃস্থাপন সম্ভব হয়।

এদিকে, খবর পেয়ে সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। রিলিফ ট্রেন এসে বিচ্যুত বগিটি উদ্ধার করবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ