মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কের নাগেশ্বরী উপজেলার আলেপের তেপতী নামক স্থানে ঢাকা অভিমুখী নৈশকোচের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক এবং একই পরিবারের ৩ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, অটোরিকশা চালক আব্দুল জলিল এবং ৪ বছর বয়সী শিশুকন্যা সুমাইয়া ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পরই নিহত সুমাইয়ার বাবা শহিদুল ইসলাম এবং দাদি সুফিয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শাহনাজ বেগম আহত অবস্থায় নাগেশ্বরী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীউল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর