মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :

ঠাকুরগাঁও-এ সীমান্ত এলাকা থেকে ২ নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকার নাগর নদী থেকে মাজেদা (৩৫ ) ও রুবিনা (৩২) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে সীমান্তের ৩৭০ এর ৫ নম্বর সাব পিলার এলাকার নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মাজেদা বেগম কাঁঠালডাঙ্গী গ্রামের ভ্যান চালক সমিরুদ্দিনে স্ত্রী ও রুবিনা বেগম আটঘারিয়া গ্রামের বুধু মোহাম্মদের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে হরিপুর থানার ওসি আওরঙ্গজেব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ঘাস কাটার জন্য নদীর ওপারে যাচ্ছিলেন। এ সময় দুজন পানিতে ডুবে যায়। মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি মরদেহ উদ্ধার করে হরিপুর থানায় হস্তান্তর করে।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় থানার ওসি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ