বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

সড়ক দুর্ঘটনায় হাটহাজারী মাদরাসার সাবেক শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারী দারুল উলুম মাদরাসার সাবেক শিক্ষার্থী হাফেজ মুফতি আমিনুল ইসলাম মামুন (২৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।গতকাল বুধবার (১১ আগস্ট) রাতে সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে টাঙ্গাইলের বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

জানা গেছে, মুফতি আমিনুল ইসলাম মামুনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইলের গৌবিন্দপুর গ্রামে। তিনি ওই এলাকার ফজলুল হক সেন্টুর পুত্র। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।

মামুন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে দারুল উলুম হাটহাজারী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) সম্পন্ন করেছেন। এরপর হাটহাজারীতে এক বছরব্যাপী উচ্চতর আরবী সাহিত্য পড়েছেন।

২০২০-২০২১ শিক্ষা বর্ষে নাজিরহাট বড় মাদরাসা থেকে উচ্চতর ইসলামী আইন ও গবেষণা বিভাগ সম্পন্ন করেছেন। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ে করানোর জন্য পাত্রী খোঁজা হচ্ছিল বলে জানা গেছে।

সাবেক এই শিক্ষার্থীর মৃত্যুতে হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য শিক্ষার্থী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর স্মৃতিচারণ করেছে, শোক জানিয়ে পোস্ট করেছে, কুরআন খতম করেছে।

আজ দুপুরে হাজারো মুসল্লীর অংশগ্রহণে তাঁর গ্রামে নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ