বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

রামেকের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে এই নয়জন মারা গেছেন। এরমধ্যে নাটোর ও পাবনার দুজন করে এবং চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, মেহেরপুর ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন।

এদের মধ্যে পাবনার দুজন এবং রাজশাহী, নাটোর ও নওগাঁর একজন করে মোট পাঁচজন করোনা পজিটিভ ছিলেন। কুষ্টিয়ার মারা যাওয়া রোগীর করোনা নেগেটিভ থাকলেও তিনি শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ছিলেন।

অন্য চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাদের নমুনা পরীক্ষা হয়নি। মৃত নয়জনের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ১৮২ জনের মৃত্যু হলো।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। ছাড়পত্র পেয়েছেন ৪৯ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৪২ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।

বুধবার জেলায় আরটি-পিসিআর ও র‌্যাপিড এন্টিজেন মিলে জেলায় ৬৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১৫ দশমিক ৯৪ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ