বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

বগুড়ায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার কাহালুতে বজ্রপাতে বাবা-ছেলে মারা গেছেন। সোমবার সন্ধ্যার পর কাহালু উপজেলার পাইকড় হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন- পাইকড় হিন্দুপাড়ার চন্ডি চন্দ্রের ছেলে গুপি চন্দ্র (৩২) ও তার ছেলে মিলন চন্দ্র (১০)। পাইকড় ইউপি চেয়ারম্যান মিঠু চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় গুপি চন্দ্র তার বাড়ির পাশের জমিতে মরিচের চারা রোপণ করছিলেন। এ সময় তাকে সহযোগিতা করছিল ছেলে মিলন।

তিনি বলেন, হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে বাবা ও ছেলে জমিতেই মারা যান। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হবে বলে জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ