বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

ইঞ্জিন বিকল হয়ে যাত্রী নিয়ে সাগরে ভাসছে ২ ট্রলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ ভাসছে দু’টি ট্রলার। মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজারের নাফ নদীর টেকনাফ-সেনটমার্টিন নৌরুটের সাগর মোহনাসংলগ্ন গোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফের ইউএনও পারভেজ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, সন্ধ্যায় যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে একটি এবং টেকনাফ থেকে একটি ট্রলার রওনা দেয়। প্রতিটি ট্রলারে অন্তত ২০ জন করে ৪০ জন যাত্রী রয়েছে।

উভয় দিক থেকে আসা ট্রলার দুটি নাফ নদীর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের সাগর মোহনাসংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে যাত্রী নিয়ে ট্রলার দুইটি ভাসতে থাকে।

রাত ১০টার দিকে প্রশাসনের কাছে ট্রলার দুটি আটকা পড়ার খবর আসে। কোস্টগার্ড সদস্যরা রাতেই জাহাজ নিয়ে ট্রলার দুটি উদ্ধারের ঘটনাস্থলে যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ