বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭


ফেনীতে করোনা আক্রান্ত আরও ১০৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে গত ৪৮ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এক দিনের ব্যবধানে করোনা শনাক্তের ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড।

সোমবার (৪ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৫৪ দশমিক ৮৭ শতাংশ।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৯৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৬১ জন সদরের, ৫ উপজেলার ৪৬ জন বাসিন্দা। ছাগলনাইয়ায় ১৯, পরশুরামে ১৭, ফুলগাজীতে ৫, দাগনভুঞায় ৪, সোনাগাজীর ১ জন।

আগের দিন ২১৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৪৪ দশমিক ৭৪ শতাংশ।

সরকারি হিসাব অনুসারে, ফেনীতে এখন পর্যন্ত ৪ হাজার ৭৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯২৩। সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেনসহ করোনায় মারা গেছেন মোট ৭৭ জন।

এই জেলা থেকে ২৫ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল ও মহিপাল বক্ষব্যাধী হাসপাতালের জীন এক্সপার্ট মেশিনে পাঠানো হয়।

ইতোমধ্যে ২৫ হাজার ২১৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। জেলায় ৬ ৯৪ জন কোভিড আক্রান্ত রোগী স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ