বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭


ময়মনসিংহে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোহন (৩২) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাওনা ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মোহন ধোপাঘাট এলাকার চৌকিদার কাঞ্চন মিয়াকে সাথে নিয়ে মোটর সাইকেল যোগে শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি তাদের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে মোহনকে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় মোহনকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় মোহনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে অজ্ঞাত ব্যক্তিদের চিহ্নিত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ