রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


এক দিনে করোনায় ৪০ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ২ হাজার ৫৭৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৯৮৯ জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৬১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ