বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

চুক্তি স্থগিত করে অস্ট্রেলিয়ার ওপর বদলা নিলো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: পাল্টা পদক্ষেপ হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে অর্থনৈতিক চুক্তি স্থগিত করেছে চীন। এর আগে অস্ট্রেলিয়া বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার চুক্তি বাতিল করে।

আজ বৃহস্পতিবার চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলীয় সরকারের বর্তমান আচরণের ওপর ভিত্তি করে দ্য চায়না অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক ইকোনমিক ডায়ালগ চুক্তিটি প্রত্যাহার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই কাঠামোর আওতায় বেইজিং অনির্দিষ্টকালের জন্য চুক্তির সকল কার্যক্রম স্থগিত করবে। এপ্রিলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সরকার বেইজিং ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মধ্যে করা বেল্ট অ্যান্ড রোড চুক্তি বাতিল করে। এ ছাড়া চলতি সপ্তাহে অস্ট্রেলিয়া বলেছে, তারা ডারউইন পোর্টের ওপর চীনা কোম্পানির ৯৯ বছরের লিজের বিষয়টি পর্যালোচনা করছে এবং তা বাতিলও করা হতে পারে।

এ ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে চীন বলেছে, এ কারণে ইতিমধ্যে দুই দেশের ভঙ্গুর হওয়া সম্পর্ক আরও সংকটের মুখে পড়বে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ