বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

মাদরাসার ল্যাব থেকে দশ লক্ষ টাকা মূল্যের ২০ সেট কম্পিউটার উধাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কম্পিউটার ল্যাবের তালা ভেঙে নোয়াখালীর সেনবাগের একটি মাদরাসা থেকে ২০টি কম্পিউটার চুরি হয়ে গেছে। উপজেলার সেনবাগ পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা গ্রামের কাদরা হামিদিয়া দাখিল মাদরাসায় শুক্রবার রাতের যে কোনো এক সময়ে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে। যার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষ টাকা।

এ ঘটনায় শুক্রবার দুপুরে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাদরাসা সুপার। এর আগে, সকাল ৭টায় কাদরা হামিদিয়া দাখিল মাদরাসার নাইট গার্ড আবুল হোসেনের (৭০) চুরির ঘটনাটি টের পেয়ে সংশ্লিষ্টদের এ বিষয়ে অবহিত করে। খবর পেয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ এমরান ও সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেন।

কাদরা হামিদিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. হানিফ জানান, চুরির ঘটনার মাদরাসার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষতি হয়ে গেল।

মাদরাসা সূত্রে জানা যায়, ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয়ের পেসিক প্রকল্পের অধীনে মাদরাসায় ২১টি কম্পিউটার সেট বরাদ্ধ দেয় সরকার। এর মধ্যে একটি কম্পিউটার অফিসে ব্যবহার করা হয়। কম্পিউটার ল্যাবে থাকা ২০টি কম্পিউটার সেটই চুরি হয়ে যাওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হবে।

সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ