বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

কুমিল্লায় আবাসিক ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার দেবিদ্বার উপজেলা সদরে একটি আবাসিক ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার গোমতী আবাসিক এলাকার একটি বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ এসে তালা ভেঙে খাটের ওপর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

বাড়ির মালিকের ছেলে মো. শাহজালাল জানান, ১৮ এপ্রিল পাঁচ বছর বয়সী কন্যা শিশুসহ এক দম্পতি বাসাটি ভাড়া নেয়। তাদের কাছে পরিচয়পত্র চাওয়া হয়। পরে ২০ এপ্রিল নিহতের স্বামী আইডি কার্ড আনার কথা বলে মুরাদনগরে নিজ বাড়িতে যান। তখন থেকেই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল।

এ ব্যাপারে (দেবিদ্বার-বিপাড়া) সার্কেলের এএসপি মো. আমিরুল্লাহ জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ