শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


করোনায় মারা গেলেন ঢাবির সাবেক অধ্যাপক আব্দুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক অধ্যাপক মুহা. আব্দুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গণিত বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ওনার মরদেহ গ্রামের বাড়ি নরসিংদী নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিকেলে জানাজা শেষে দাফন হওয়ার কথা রয়েছে।

আব্দুর রহমানের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে নির্ধারিত সময় শিক্ষকতা শেষে সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আব্দুর রহমান। গণিতের ওপর তার লেখা কয়েকটি বই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ