বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :
প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জমিয়তের আলেম-উলামাসহ সব ধর্মের মানুষ বিএনপির কাছেই নিরাপদ: শামা ওবায়েদ মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ইসির শোকজ সীমান্তের কোল ঘেঁষে শিশুর দেশপ্রেমী গান, নেটদুনিয়ায় তোলপাড় বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার নিকাব নিয়ে কটূক্তিকারীর শাস্তি না হলে ধরে নেব বিএনপি এই বক্তব্য ধারণ করে দুইটি মামলায় খালাস পেলেন আখতার হোসেন সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন ‘রুমিন ব্যারিকেড’ ডিঙ্গাতে পারবেন কি মাওলানা জুনায়েদ আল হাবীব? লুৎফুজ্জামান বাবরের পেশা ব্যবসা, নগদ টাকা ১৩ কোটি ২১ লাখ

মধ্যরাতে মুফতি হারুন ইজহার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে র‌্যাব গ্রেফতার করেছে। বুধবার (২৮ এপ্রিল) রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তাঁর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান এ তথ্য জানিয়েছেন। তবে র‌্যাবের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

মুফতি হারুন ইজহারের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ওসমান সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাত বারোটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসা থেকে র‌্যাব তাঁকে গ্রেফতার করে।

এ ছাড়া হেফাজতে ইসলামের আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীও তাঁর ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে হারুন ইজাহারকে আটকের বিষয়টি তুলে ধরেন।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে র‌্যাব-৭ এর জনসংযোগ কর্মকর্তা ফোন ধরেননি।

গত ২৬ শে মার্চ চট্টগ্রামের হাটহাজারীর পটিয়ায় হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে দশটি মামলা হয়। এতে প্রায় ছয় হাজার জনকে আসামি করা হয়। এ পর্যন্ত গ্রেপ্তার হন প্রায় ৪০ জন নেতা কর্মী।

এর আগে গতকাল হেফাজতে ইসলামের নেতা মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে (৪৩) গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।

বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আ. আহাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ