বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ৩০ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

ঘুষের ভিডিও ভাইরাল: কুমিল্লায় স্বাস্থ্য কর্মকর্তাকে ওএসডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীনুর আলম সুমনকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন।

গত সপ্তাহে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে তার ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

এলাকাবাসী জানায়, ডা. শাহীনুর আলম সুমন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকেই অনিয়ম শুরু করেন।

তিনি রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে কমিশন গ্রহণ, চিকিৎসাপত্রে নির্দিষ্ট ওষুধ লিখতে বাধ্য করা, পল্লী চিকিৎসকদের চেম্বার পরিদর্শনের নামে হয়রানি, হাসপাতালে বহিঃ বিভাগ ও আন্তঃবিভাগের অধিকাংশ পরীক্ষা তার নির্দেশিত ডায়গনস্টিক সেন্টারে করা। যেসব ডায়গনস্টিক মাসোহার দেয় শুধু তাদের প্রতিনিধিরাই হাসপাতালে প্রবেশ করতে পারে।

একই অবস্থা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের বেলায়ও। হাসপাতালটিতে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেন বলে এলাকাবাসীর অভিযোগ।

উল্লেখ্য, ডা. শাহীনুর আলম সুমন এর আগে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার থাকাকালীন সময়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে স্ট্যান্ড রিলিজ হয়েছিলেন।

ডা. শাহীনুর আলম সুমনের মোবাইল বন্ধ থাকায় এ ব্যাপারে তার বক্তব্য নেয়া যায়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ