বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


মুফতি ওয়াককাসের সুস্থতা কামনায় মানিকনগর মাদরাসায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আজ বুধবার (২৪ মার্চ) সকাল ১১ টায় জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসা, ঢাকায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসসহ সকল রোগীদের সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন জামিয়া মাহমুদিয়া ইছহাকিয়া মানিকনগর মাদরাসার নায়েবে মুহতামিম ও শায়খুল হাদিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর নেতা আল্লামা আব্দুল কুদ্দুস কাসেমী।

মাওলানা আলমগীর কাসেমী, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইনসহ মাদরাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসল্লিগণ দোয়ায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সাহেবের স্বাস্থ্যের অবনতি হওয়ায় গতকাল মঙ্গলবার, ২৩ মার্চ, রাত ৮টায় রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ