আওয়ার ইসলাম: উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে সাবেক মন্ত্রী, আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান এবং বেফাকের সিনিয়র সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাসকে।
বর্তমানে এম্বুলেন্সযোগে ঢাকার পথে আছেন তিনি। সাথে রয়েছেন তার ছেলে মুফতি রশীদ ওয়াককাস। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন গুলিস্তান পীর ইয়ামেনী মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।
তিনি জানান, আজ রাতেই ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করা হবে তাকে। গলায় ফুঁসফুঁস ধরা পড়েছে তার। যশোরে করোনা টেষ্টের পর করোনার ফলাফল নেগেটিভ এসেছে। এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তির জন্য বলেছেন তার দায়িত্বে নিয়োজিত থাকা চিকিৎসক। এজন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
এদিকে তার দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এমডব্লিউ/