শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের চড়ে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের চড়ে ৭৬ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম অবতার কৌর। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে মায়ের গালে প্রচণ্ড জোরে চড় মারেন ছেলে রণবীর। এতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। সেখানেই তাঁর মৃত্যু হয়।

গত সোমবার বিকেলে ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ৪৫ বছর বয়সী ছেলে রণবীরের বিরুদ্ধে বিন্দাপুর থানা পুলিশ মামলা করেছে। এরই মধ্যে তাকে গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশ জানায়, ওই ঘটনার কিছুক্ষণ আগেই গাড়ি পার্কিং নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে তর্ক করেছিলেন অবতার কৌর। সেই প্রতিবেশী পুলিশ কন্ট্রোল রুমে একটি কলও করেছিলেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানান ওই প্রতিবেশী।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রতিবেশীর সঙ্গে পার্কিং নিয়ে বিরোধ মিটে যাওয়ার পর ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে আবার তর্ক হয়েছিল নিহত অবতারের। এ বিষয়ে পুলিশ জানায়, প্রতিবেশী অভিযোগ তুলে নিলেও অবতারের ছেলে ও ছেলের স্ত্রী বিষয়টি সহজে মানতে পারেননি। এ নিয়ে মায়ের সঙ্গে তর্ক চলার সময়ে মায়ের ওপর হাত তোলেন রণবীর। চড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মা। সেখানেই তার মৃত্যু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ