শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


দিল্লিতে মা-বাবার কবর জিয়ারত করলেন শাহরুখ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লিতে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করলেন অভিনেতা শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি উঠে আসে। এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে মা-বাবাকে নিয়ে কথা বলতে দেখা যায় শাহরুখকে। অভিনেতার বাবা তাজ মহম্মদ খান পেশোয়ার থেকে ভারতে এসেছিলেন। শাহরুখের বয়স যখন ১৫ বছর, ক্যান্সারে বাবাকে হারান তিনি। দীর্ঘ অসুস্থতার পর ১৯৯০ সালে কিং খানের মাও এই পৃথিবী ছেড়ে চলে যান।

মা-বাবার চলে যাওয়া সে সময় মেনে নিতে পারেননি তিনি। জীবনে তার যে শূন্যতা তৈরি হয়েছিল, অভিনয়ের মাধ্যমে তিনি তা পূরণ করতে চেয়েছিলেন। তখনই বড় পর্দায় অভিনয়ের সুযোগ আসে তার। তাই অভিনয়কে শাহরুখ নিছক অভিনয় হিসেবে দেখেন না। এই পেশা তার অনুভূতি প্রকাশ করার মাধ্যমও বটে।

শাহরুখ খান ১৯৬৫ সালের ২ নভেম্বর নতুন দিল্লির এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ