শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বলিভিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এছাড়াও, গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন।

গত মঙ্গলবার (২ মার্চ) দেশটির কোচাবামবা শহরের একটি হাইওয়েতে ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানায়, ৫০ যাত্রী নিয়ে কোচাবামবা থেকে এল চাপারে যাওয়ার সময়, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় সাড়ে তিনশ ফুট গভীর খাদে বাসটি পড়ে যায়। এতে, ঘটনাস্থলেই হতাহত হন বেশ কয়েকজন। নিহদের মধ্যে ১১ পুরুষ ও ছয় বছর বয়সী শিশুসহ ১০ নারী রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসাপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ