বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


ময়মনসিংহের জামিয়া ইসলামিয়া বাবুল উলুম মাদরাসার মাহফিল বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ তরিকুল ইসলাম
ধোবাউড়া থেকে>

দেশের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 'জামিয়া ইসলামিয়া বাবুল উলুম গোয়াতলা ময়মনসিংহের উদ্যােগে আল্লামা আহমদ শফী রহ. স্মরণে ও খতমে বুখারী শরীফ উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল আগামী ২৩ ডিসেম্বর (বুধবার) মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।

মাহফিল কর্তৃপক্ষ জানায়, মাহফিলটি দু’টি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বটি মহিলাদের জন্য। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১টা বাজে শেষ হবে। দ্বিতীয় পর্বটি পুরুষদের জন্য। আছরের পর থেকে শুরু হবে।

প্রথম পর্বের সভাপতিত্ব করবেন, সেহলা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মাহাতাব উদ্দীন। বয়ান করবেন- বালিয়া মাদাসার মুহাদ্দিস মাওলানা ওয়াইজ উদ্দীন, ছনাটিয়া মাদরাসার ছদরুল মুহতামিম মাওলানা মুহা. আছির উদ্দীন।

দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করবেন, শায়েখে সেহলা আল্লামা আহমদ হুসাইন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন- শরীয়্যাহ বোর্ডের নিউইয়ার্কের চেয়ারম্যান, মুফতি জামাল উদ্দিন।

আরও বয়ান করবেন- মুফতি রেজওয়ান রফিকী, মাওলানা মুজিবুর রহমান, মুফতি আবিদ আল আহসান, মুফতি  ‍মুঞ্জুর আলম ফয়েজী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ