আওয়ার ইসলাম: গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি গভর্নর। গত মঙ্গলবার এক গাড়ি বোমা হামলায় তিনি নিহত হন। তার নিহতের খবর নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। এ ধরনের বোমা সহজেই গাড়িতে লাগিয়ে দেয়া যায়। এ ধরনের বোমাকে স্টিকি বোমা বলা হয়।
জানা যায়, বিস্ফোরণের সময় ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি তার নিরাপত্তারক্ষীদের নিয়ে সফর করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই নিরাপত্তারক্ষী। তবে এখনো তারা দায় স্বীকার করে কোনো বিবৃতি প্রদান করেনি।
-কেএল