রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায় বাবরের আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন তার স্ত্রী শ্রাবণী

বিজয়কে অর্থবহ করতে সর্বস্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে: ড. আহমদ আবদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ‘আমরা বিজয়ের ৫০ তম বর্ষে পদার্পণ করেও স্বাধীনতার মূল চেতনা এখনও বাস্তবায়ন করতে পারিনি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের জন্য যে লড়াই শুরু হয়েছিল তা এখনও যথাযথ অর্জিত হয়নি।’

তিনি বলেন, ‘আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত। গুম, খুন, বাক স্বাধীনতা হরণসহ মানুষের মৌলিক অধিকার এখনও ভূলুণ্ঠিত। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের মধ্যেই দেশের উন্নতি-সমৃদ্ধি নির্ধারিত হয় না।’ বিজয়ের ৫০ তম বার্ষিকীতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩ টায় বিজয়নগরস্থ মজলিস মিলনায়তনে ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মহানগরী যুগ্ম সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, আবুল হোসাইন, শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক আবুল কালাম, হুমায়ুন কবির আযাদ, গিয়াস উদ্দীন, এডভোকেট সানাউল্লাহ, মাওলানা জুনায়েদ গুলজার, নাইম আহমাদ, কাজী নেয়ামত উল্লাহ, মাওলানা খালেদ সানোয়ার প্রমুখ।

এ সময় তিনি আরও বলেন, বিজয়ের চেতনাকে অর্থবহ করতে হলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তাসহ বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে। অসহায় দুস্থ মানুষেরা প্রতিনিয়ত সংগ্রাম করছে। অথচ তাদের জন্য সরকারের উল্লেখযোগ্য কোন বরাদ্দ নেই। বর্তমানে সারাদেশে শীতের কারণে অসংখ্য মানুষ দুর্ভোগের শিকার। করোনার প্রাদুর্ভাব আরো বাড়ছে। সুতরাং শীতার্ত মানুষের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। খেলাফত মজলিস সর্বদা তার সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পার্শে দাঁড়ায়। আজকের এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে আমরা আমাদের নৈতিক দ্বায়িত্ব পালন করছি।’

আলোচনা সভা শেষে শীতার্ত মানুষের মাঝে সারাদেশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এতে বেশ কয়েকজন দুস্থ মানুষের উপস্থিতি ছিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ