আওয়ার ইসলাম: চীনের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের আনা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি।
গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) আদালতের প্রধান আইনজীবীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, গত জুলাইয়ে উইঘুর মুসলিমদের পক্ষ থেকে আইসিসিতে চীনের বিরুদ্ধে গণহত্যা ও নির্যাতনের অভিযোগ আনা হয়। অভিযোগের পক্ষে প্রমাণও জমা দেয় তারা।
তবে আইসিসির আইনজীবী ফাতো বিনসুদা জানিয়েছেন, উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের বেশিরভাগ অভিযোগ নিয়ে কাজ করার আঞ্চলিক এখতিয়ার এই আদালতের শর্তের মধ্যে পড়ে না। এই কারণে উইঘুর মুসলিমদের অভিযোগ নিয়ে তারা কাজ করতে পারবে না।
এছাড়া তাজিকিস্তান এবং কম্বোডিয়া থেকে উইঘুরদের জোর করে চীনে নির্বাসনের আরেকটি অভিযোগ নিয়ে কাজ করার কোনো ভিত্তি এই মুহূর্তে নেই বলেও জানিয়েছে আইসিসি।
-এটি